Prayer Time Al-Quran Qibla Hadith Tasbih Duas Community in One App//Beautiful Islamic App Deen Islam- App

                            Deen Islam- App




        আসসালামু আলাইকুম,কেমন আছেন বন্ধুরা।
          আশা করি ভালো আছেন।আজকে আমি আপনাদের
            সাথে শেয়ার করবো খুবই দরকারি একটি ইসলামিক
              সফটওয়্যার।তাহলে দেরি না
                করে শুরু করা যাক।
                  আমি আপনাদের সাথ যে এপটি শেয়ার করবো

                    এপটি নাম হলো দ্বীন ইসলাম এবং এই এপটি ডেভেলাপার

                        আমাদের বাংলাদেশি।এই এপের সব থেকে যে জিনিসটা
                          আমার ভালো লেগেছে এপটি এডস ফ্রী। আমি অনেক দিনধরে এই রকম একটি ইসলামিক  এপস খুজতেছি,

                           

                          যে এপে কোনো এড থাকবে না এবং এক এপে অনে গুলো ফিচারস থাকবে।

                           

                          অনেক কথা হলো।
                            এ বার দেখি-

                            কিভাবে এপটি ডাউনলোড করবেন এবং সেটাপ করবেন।


                            প্রথমে প্লে ষ্টোর থেকে দ্বীন ইসলাম এপটি ডাউনলোট করে নিবেন।এখান থেকে ডাউনলোড করতে পারেন।

                            ইনেস্টল হয়ে গেলে এপটি ওপেন করুন।ওপেন করলে প্রথমে এই রকম আসবেএখান থেকে স্টাইল চয়েজ করার জন্য বলবে,আপনাদের যে স্টাইল পছন্দ সেটা সিলেক্ট করে এখানে টেপ করুন। আমার ফেভারেট হলো ডার্ক মোড আমি ও আপনাদের রিকমেন্ড করবো ডার্ক মোট সিলেক্ট করার জন্য।
                            এখানে টেপ করার পর আপনার কাছে লোকেশান এলাউ চাইবে এলাউ দিয়ে দিবেন।

                            এর পর ভাষা ‍সিলেক্ট করতে বলবে। এখানে খেয়াল করুন লেখা আছে আপনি যে ভাষা সিলেক্ট করবেন  ডাটা ও নটিফিকেশন সেই ভাষা হয়ে যাবে।তাই আপনাদের যে ভাষা ভালো লাগে সেটা সিলেক্ট করুন।আমি বাংলা ভাষা সিলেক্ট করবো এরপর এখানে টেপ করুন।

                            এরপর এই রকম আসবে এখানে লেখা আছে হিজরি তারিখ সামঞ্জস্য করুন। আপনি আপনার মত করে সিলেক্ট করুন। আমি যেহেতু বাংলাদেশে থাকি আমি -1 Day সিলেক্ট করবো। আপনারা যারা প্রবাসী আছেন তারা  সৌদি আরবের মত রাখতে পারেন। সৌদি আরবের মত রাখতে Keep Same সিলেক্ট করতে পারেন। সেলেক্ট হেয়ে গেলে এখানে টেপ করুন। ব্যস আপনার কাজ শেষ। এপের মূল পেইজ ওপেন হয়ে গেছে।এখানে বলতেছে আপনার জায়গা অনুসারে নামাজের সময় ঠিক করে নিন।


                            নামাজের সময় কি ভাবে ঠিক করবেন?

                            তার জন্য প্রথমে সেটিংস টেপ করুন এর পর নামাজের সময় গননার পদ্ধতি এখানে টেপ করুন


                            দেখেন দেওয়া আছে কোন দেশের জন্য কোন সময় সিলেক্ট করবেন।তারপরে আপনাদের বলে দিচ্ছি (ইউরোপের জন্য MWL) (নর্থ আমেরিকা - আমেরিাক ও কেনেডা) জন্য ISNA সিলেক্ট করুন) (আফ্রিকা,সিরিয়া,নেবানন, মালয়েশিয়া  জন্য- Egypt সিলেক্ট করুন ) (আরাবি ও ফিলিস্তান জন্য Makkah সিলেক্ট করুন)  (পাকিস্তান,আফগানিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া জন্য Karachi সেলেক্ট করুন) (ইরান জন্য Tehran সিলেক্ট করুন)


                            এতক্ষন যে সিলেক্ট সিলেক্ট করলাম এই সিলেক্ট কিভাবে করবেন? তার জন্য Calculation Method টেপ করুন এইবার আপনাদের সময়টি সিলেক্ট করে সেইভ করে নেন।

                            এই বার আসি এই এপে কি কি ফিচারস আছে।


                            1.নামাজের সময়: এখানে আপনারা জানতে পারবেন কোন  নামাজের সময় কখোন শুরু হবে এবং কখোন শেষ হবে।আপনি এমন জায়গায় থাকেন আশে পাশ কোন মজসিদ নাই আযান শুনা যায় না তখন আপনি এখানে নামাজের সময় দেখে সালাত আদায় করতে পারেন।আবার অনেকে আছে ইউরোপে আছে তেমন আযান শুনতে পান না তাদের জন্য এপটা খুবই কাজে লাগবে।


                            2.পবিত্র আল কোরাআন: এখানে পবিত্র আল কোরআন এর বাংলা ও ইংরেজি অনুবাদ সহ পাবেন এবং নূরানী হাফেজি অডিও শুনতে  ও পড়তে পারবেন।


                            3.হাদিস : এখানে সহীহ বুখারী ও সহীহ মুসলীম এর সব ধরনে হাদিস পাবেন।


                            4.দোয়া: এখানে কোন সময় কোন দোয়া পড়বেন তা পেয়ে যাবেন।বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ সহ।


                            5.কিবলা: সালাত আদায় কারার জন্য কিবলা কোন দিকে হবে তা এ ফিচারস পেয়ে যাবেন।


                            6.তাসবিহ: এখান থেকে আপনি যিকির করার সময় তসবিহ ব্যবহার করতে পারবেন।


                            7.যাকাত: এখান থেকে আপনার যাকাতে হিসাব করতে পারবেন।


                            8.হিজরি: এখানে আপনি হিজরি ক্যলেন্ডার দেখতে পারবেন।সাথে বাংলা ও ইংরেজি ক্যলেন্ডার ও দেখতে পারবেন। এবং ইসলামিক ইভেন্ট ও জানতে পারবেন।


                            9.কমিউনিটি: এখানে আপনার ইসলামিক কোন প্রশ্ন থাকলে করতে পারবেন এবং কোন প্রশ্ন উত্তর জানা থাকলে তাও দিতে পারেন।


                            10.মসজিদ : এখানে আপনার লোকেশন নিকটতম কোন কোন মসজিদ আছে তা জানতে পারবেন।


                            11.আসমা উল হুসনা: এখানে যিকিরে আয়াত এবং আয়তের বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ পেয়ে যাবেন।


                            12.ইনফাক: ইনফাক হল আল্লাহর পথে খরচ।আমি আপনাদের শুরুতে বলেছি এপটি সর্ম্পূন এডস ফ্রী । সেই জন্য এই এপস থেকে ডেভেলপার কোন প্রকান তহবিল পায় না।এপস 

                            ডেভেলাপ কাজে সে তহবিল প্রয়োজন সে তহবিলে আপনিও সহযোগিতা করতে পারেন। ইনফাক অপশান থেকে বিকাশ বা নগদ দিয়ে আপনি আপনার তহবিল দিতে পারেন।


                            13.ট্র্যাকার স্কোর: এখান থেকে আপনি কোন কোন সালাত আদায় করলেন তা ট্র্যাক করতে পারবেন।


                            14.দ্বীন শিক্ষা: এখান থেকে কালেমা,ওযু,ইসলামিকবই,নামাজ,নূরানী কোরআন ও আয়াতুল কুরসি এই সব এক সাথে পাবেন।


                            তো এই ছিল আজকের লেখা। আশা করি এই এপসটি ব্যাবহার করে আপনারা উপকৃত হবেন।ভলো লাগলে এপসটি ও আর্টিকেল অন্যদের সাথে শেয়ার করুন।

                            আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে,সে পর্যন্ত ভালো থাকবে


                             





                            No comments

                            Powered by Blogger.