কিভাবে এন্ড্রয়েড ফোন দিয়ে গান-মুভি-খেলা লাইভ দিবেন।live stream Android screen in facebook or youtube

কিভাবে আপনার এন্ড্রয়েড ফোন দিয়ে গান-মুভি-খেলা লাইভ ইউটিউব ও ফেসবুকে?



আসসালামু আলাইকুম,কেমন আছেন আপনার,আশা করি ভালো আছেন।

আজকে আমি শেয়ার করবো  কিভাবে আপনার এন্ড্রয়েড ফোন দিয়ে গান-মুভি-খেলা লাইভ দিবেন চলুন তাহলে শুরু করি।

মোবাইলে  স্কিন লাইভ দেওয়া জন্য আপনার যা প্রয়োজন হবে:

⚈একটি ভালো মানের এ মোবাইল ফোন (রেম 3জিবি প্লাস গোড প্রোসেসর) ।

⚈অ্যান্ড্রয়েড ভার্সন 5.0 উপরে হতে হবে।

CameraFi Live এপ।

এখন আসি কি ভাবে লাইভ করবেন।

প্রখমে CameraFi Live এপ টি  ওপেন করুন এবং একাউন্ট লগইন করুন।ফেসবুক হলে ফেসবুক ইউটিউব হলে ইউটিউবে আইডি লগইন করুন।

Screen মোড সিলেক্ট করে Start বাটম ক্লিক করুন।



 এখানে এপে কিছু Permission চাইবে Permission এলাউ দিয়ে দিবেন।এখন দেখুন আপনার মোবাইল Screen Rec নামে একটি আইকন দেখ যাচ্ছে,Rec আইকন ট্যাব করুন।এখন Go লেখাতে ক্লিক করুন।এবার আপনার লাইভের টাইটেল কি হবে তা দিয়ে লাইভ Start করুন।এখন আপনার মোবাইল ‍Screen এ যা দেখা যাবে তাই লাইভ হবে।




এই ভাবে আপনি আপনার মোবাইল দিয়ে ফেসবুক ও ইউটিউবে লাইভ দিতে পারবেন।

এরপর ও ‍যদি আপনাদে বুঝতে প্রেবলেম হয় নিচে ভিডিও দেওয়া  আছে দেখে ‍নিতে পারেন।


No comments

Powered by Blogger.