Don't Update OxygenOS

 


⚠️⚠️⚠️ Don't Update OxygenOS ⚠️


আসসালামু আলাইকুম, 

ওয়ানপ্লাস ৯ & ৯ প্রো এর ইউজার্স যারা আছেন দয়া করে লেটেস্ট অক্সিজেন ওএস আডেট দেওয়া থেকে বিরত থাকুন। ওয়ানপ্লাসের এ জীবনে সব থেকে বাজে আপডেট বলে গন্য করা হয়েছে এই অক্সিজেন ও এস এর ১২ আপডেটকে (পড়ুন কালার ও এস ১২ আপডেটকে) ।


অক্সিজেন ও এস এর এই রমটা কোন ভাবেই স্ট্যাবল বলা চলে না কারণ প্রথম থেকেই এতে অনেক অনেক রকম বাগস আছে ।


০১. স্লো ওয়াফাই কানেকশন, আপডেট দেওয়ার পর ওয়াফাই এর স্পীড স্ট্যাবল পাবেন না।


০২. অনেকেই ফোন কল & রিসিভ জনিত সমস্যা ফেস করতেছে।


০৩. সিম নেটওয়ার্ক আসতেছে না কোন ভাবেই, তাই আগের ভার্সনে রোলব্যাক করতে হচ্ছে এরপর ও সিম কার্ডের নেটওয়ার্ক গায়েব! (কয়েকজন ইউজার্স এটাও ফেস করেছে)


০৪. ইউ আই এর এনিমেশন সমস্যা রয়েছে যা আপনার ফোন ইউজ করার এক্সপ্যারিয়েন্সকে টোটালি রুইন করে দিবে।


০৫. অনেকের ফোন অফ হয়ে আর অন হচ্ছে না।

এছাড়াও এই আপডেটে অক্সিজেনের কোর কিছু ফিচার্স নেই।

যেমনঃ ব্যাটারি আইকন অফ করার অপশন নেই, গুগল ফিড ডিসেবল করার ফিচার্স নেই এছাড়াও এডভান্সড রিবোট,  কল রেকর্ডিং মিসিং!


০৬. ডিসপ্লে তে সবুজ দাগ অথবা পুরো ডিসপ্লে সবুজ হয়ে আছে। রোলব্যাক করে কারো কারো এই সমস্যা ঠিক হলেও অনেকের হয়নাই। এক্ষেত্রে ডিসপ্লে চেঞ্জ করা ছাড়া ঠিক করা সম্ভব নয় ।


০৭. আপডেট দেয়ার পরে ক্যামেরা ব্রিক। পূর্বে আল্ট্রাওয়াইড ক্যামেরা ব্রিক হলে আপডেট দিয়ে সেটি ফিক্স করা হয়। আর এখন মেইন ক্যামেরা ই ব্রিক। রোলব্যাক করেও ফিক্স হচ্ছেনা।


০৮. ডিভাইস হটাৎ করেই অনেক গরম হয়ে যাচ্ছে। ফোন আইডল অবস্থায় থাকলেও হুটহাট অনেক গরম হচ্ছে । ফোন শাটডাউন করলে ঠান্ডা হওয়ার পর অন করলে আবার ঠিক হচ্ছে।


০৯. ফোন থেকে ফিঙ্গাপ্রিন্ট অপশন উধাও। হটাৎ করেই ফিঙ্গরপ্রিন্ট আর কাজ করছেনা এবং সেটিংস এ ফিঙ্গাপ্রিন্ট অপশন এ গেলে ওখান থেকে ফিঙ্গাপ্রিন্ট অপশন টাই পাওয়া যাচ্ছেনা।


১০. টাচ হ্যাং হচ্ছে প্রচুর। ফোন হ্যাং না হলেও টাচ কাজ করছেনা । 


------------------------------------------------------------------------


যদি আপনি অলরেডি আপডেট দিয়ে থাকেন, আপনাকে আগের ভার্সনে রুল ব্যাক করার অনুরোধ রইলো। আর আপডেট দেওয়া থেকে আপাজত বিরত থাকাই শ্রেয়।


সোর্সঃ TeamAtc


( সমস্যা এক এক জন ইউজার্স এক এক ভাবে ব্যবহার হচ্ছে। কেউ একটা সমস্যা পাচ্ছে আবার কেউ অনেকগুলা সমস্যা একসাথে পাচ্ছে। )

No comments

Powered by Blogger.