Electron: battery health info

 

Electron: battery health info

অনেকেই ফোনের চার্জিং, চার্জার কত ওয়াট প্রভাইট করছে, চার্জ হতে দেরি লাগছে কেন এসব নিয়ে অনেক চিন্তা করে থাকেন। তাদের জন্যই আজকের এই পোস্ট।

প্রথমেই আসি ইউজার ইটারফেসঃ

আমার কাছে অ্যাপ টার লুক ভালোই লেগেছে। সবকিছুর ভিতর একটা ক্লিয়ার ভাব আছে। সাথে প্রতিটা আইকন এক একটা widget এর মত লাগে। তার উপর আবার আইকন গুলা ডায়নামিক।

সুবিধাঃ

অ্যাপটার অনেক উপকারিতা রয়েছে। আগেই বলেছি অনেকেই ফোনের চার্জিং, চার্জার কত ওয়াট প্রভাইট করছে, চার্জ হতে দেরি লাগছে কেন এসব প্রশ্ন মাথায় ঘুর ঘুর করে। তারা যদি এই অ্যাপটা ব্যবহার করে তাহলে খুব সহজেই তাদের ফোনের ব্যাটারির অবস্থা জানতে পারবে।

General : এখানে আপনি ব্যাটারি পার্সেন্টেজ চার্জিং এর স্ট্যাটাস ব্যাটারি ইনফো ব্যাটারি টেম্পারেচার ব্যাটারির ভোল্টেজ এবং চার্জার দিলে কতক্ষনের মধ্যে তা ফুল চার্জ হবে তা জানতে পারবেন

Charging: এখানে আপনি আপনার চার্জার কত ওয়াট চার্জ দিচ্ছে তা জানতে পারবেন সাথে সাথে চার্জ এর মিনিমাম এবং ম্যাক্সিমাম জানতে পারবেন

Most useful features : অনেকেই ব্যাটারি হেলথ সম্পর্কে অনেক সচেতন ।বিভিন্ন ইউটিউবার দের মতে ব্যাটারি চার্জ 20 পার্সেন্ট থেকে 80 পার্সেন্ট এর মধ্যে রাখাই ভালো

তবে আমরা অনেকেই ফোন চার্জ দিয়া রেখে দেই।  স্ক্রীন অন করে কতটুকু চার্জ হল তা কারোরে দেখতে মন চায় না। এই অ্যাপটা ইউজ করলে আপনি আপনার চার্জের পারসেন্টেন্স কন্ট্রোল করতে পারবেন।

কন্ট্রোল বলতে ধরেন আপনি 80 পার্সেন্ট চার্জ পর্যন্ত লিমিট রেখে দিলে 80 পার্সেন্ট হলে একটা এলাম এর মত বাজবে তখন আপনি বুঝতে পারবেন যে ৮০ পারসেন্ট হয়েছে এখন চার্জ থাকে ফোনটা খুলে রাখা উচিত।

এসবের সাথে ব্যাটারি ইউজেজ স্টাটাস ছাড়াও আরো অনেক তথ্য একসাথে দেখতে পারবেন।

সবশেষে বলি এটা অনেকটা AccuBattery মতই। তবে এই অ্যাপটা একটু মোডিফাইড। সাথে লুকটাও ভালো। কেউ চাইলে ব্যাবহার করতে পারেন।






Post credit by:- ATC FB GROUP 

1 comment:

Powered by Blogger.