কিভাবে ডিলের হওয়া ভিডিও ছবি রিকভার করবেন?



 আমরা দুটি এপস (apps) ব্যবহার করতে পারি।


🔴DiskDigger

🔴Restore Image (super easy)


Google play store থেকে DiskDigger android app download করতে হবে।এবার সরাসরি application টি open করুন।

ওপেন করার সাথে সাথে আপনারা একটি page দেখবেন, যেখানে কিছু options থাকবে।

এখন আপনাকে, ওপরে থাকা “start basic scan” এর অপশনে ক্লিক করতে হবে।


Start basic scan option এ ক্লিক করার পর, app টি আপনার মোবাইলের সেই সিস্টেম folder গুলোতে চলে যাবে, যেগুলোতে প্রত্যেকটি deleted photos রয়েছে।


কিন্তু এর আগে, আপনাদের একটি notification দেখানো হবে যেখানে “deny” এবং “allow” এর অপসন থাকবে।আপনি সোজা, “Allow” অপশনে ক্লিক করুন।

এবার, application টি নিজে নিজেই আপনার মোবাইল থেকে ডিলিট হওয়া প্রত্যেকটি ছবির ব্যাকআপ (backup) নেওয়া শুরু করবে।


অবশই, ব্যাকআপ হতে থাকা অবস্থায়, আপনি এখন সেই প্রত্যেকটি ছবি গুলো দেখতে পারবেন, যেগুলো এক সময় মোবাইল থেকে ডিলিট করেছিলে।আপনি যেই ছবি গুলো আবার ফিরিয়ে পেতে চাচ্ছেন, সেগুলোতে ক্লিক করে সিলেক্ট করুন।


ছবি গুলো রিস্টোর বা রিকভার করার ক্ষেত্রে, ছবি গুলোকে সিলেক্ট অবশই করতে হবে।


এবার, নিচে থাকা “Recover” অপশনে ক্লিক করতে হবে।

Recover অপশনে ক্লিক করার পর, আপনার মোবাইলের একটি folder select করতে বলা হবে।


মনে রাখবেন, মোবাইলের যেই folder আপনি select করবেন সেই ফোল্ডারে আপনার ছবি গুলো restore বা recover হবে।নিজের পছন্দের folder সিলেক্ট করে নেওয়ার পর, “OK” বাটনে ক্লিক করুন।


Congratulations, এবার আপনার বেছে নেওয়া ছবি গুলো আবার মোবাইলে রিস্টোর ও রিকভার হয়ে গেছে।


🔴Restore Image (super easy).     এটার ব্যবহার ও আগের টার মতই ৷

No comments

Powered by Blogger.